Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Special achievement

অত্র ৪নং সোনাপুর ইউনিয়ন পরিষদ অত্র রায়পুর উপজেলার ৩ নং চরমোহনা ইউনিয়ন হইতে বিভক্ত হইয়া বিগত ২৪/০৪/১৯৬৭ ইং তারিখে প্রতিষ্ঠা লাভ করে। দঃ রায়পুর মৌজার জনৈক আমানত উল্যা গং দঃ রায়পুর মৌজার ৬৩৩ নং খতিয়ানে দাগ নং- ২১০৮,২১১০ জমির পরিমান ০.৩০ শতাংশ জমি দান করেন। উক্ত ভূমির কিছু অংশের উপর ইউনিয়নের পরিষদ ভবনটি অবস্থিত। অত্র ইউনিয়নের দক্ষিনে সদর উপজেলার রসূলগঞ্জ ইউনিয়ন । পূর্বে ৪নং সোনাপুর ইউনিয়ন। উত্তরে ১০ নং রায়পুর ইউনিয়ন। পশ্চিমে ডাকাতিয়া নদী পরিবেষ্টিত ২ নং চরবংশী ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নের মোট জমির পরিমান ৫৯৮৫ একর যাহা ৯.৩৫ বঃ মাঃ। বর্তমানে লোক সংখ্যা প্রায় ৩৫০০০ হাজার। অত্র ইউনিয়নের শিক্ষার হার ৬৫% বর্তমানে। প্রধান ফসল ধান, নারিকেল, সুপারী।

 

অত্র ইউনিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে মোট ০৭ জন চেয়ারম্যান নির্বাচিত হন। তারা হলেন (১) মোঃ লুৎফুর রহমান, ৩ বার, (২) মোঃ ছফি উল্যা খান, ১ বার (৩) হোসেন আহাম্মদ (ভারপ্রাপ্ত), ১ বার (৪) মোঃ বেলায়েত হোসেন, ১ বার (৫) কাজী আব্দুর ছাত্তার, ১ বার, (৬) মোঃ ছিদ্দিকুর রহমান, ১ বার  (৭) নাজমুল ইসলাম মিঠু, (বর্তমান)  ২ বার।

           

এই এলাকার অধিকাংশ জনগন নিম্নবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত, কিছু সংখ্যক পরিবার মধ্যবিত্ত শ্রেনীর। অত্র এলাকার মানুষের সাধারন জীবিকা কৃষি নির্ভর। তাছাড়া বিদেশেও অনেক লোক চাকুরী রত আছে। ইউনিয়ন প্রতিষ্ঠাকালে যোগাযোগ ব্যবস্থা তেমন ভাল ছিলনা। বর্তমানে যোগযোগ ব্যবস্থা মোটামুটি সন্তোষ জনক । অত্র ইউনিয়নের জনগন খুব সুখী এবং সুন্দর জীবন যাপন করতে পচন্দ করে।